Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, অক্টোবর ২৬, ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

কুমিল্লা বিভাগ

ছাত্রলীগ নেতা গ্রেফতার, জামায়াতের প্রতিবাদ মিছিল

ডেস্ক রিপোর্ট:
২৪ দিন আগে রবিবার, অক্টোবর ২৬, ২০২৫
# ফাইল ফটো



কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আমির হামজা রাসেলকে গ্রেফতার করেছে কুমিল্লা জেলা ডিবি পুলিশ। 


মঙ্গলবার রাতে এ ঘটনায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল করা হয়েছে। ২১ সেপ্টেম্বর রাতে আমির হামজাকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।


মিছিলে অংশ নেন- জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী

ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত, নাঙ্গলকোট পৌরসভার আমির হারুন আর রশিদ, মক্রবপুর ইউনিয়ন আমির ডা. বেলাল আহমেদ ও স্থানীয় জামায়াত-শিবিরের অনেক নেতাকর্মী। 


এ সময় জামায়াত নেতা ইয়াছিন আরাফাত আমির হামজা রাসেলকে গ্রেফতারের নিন্দা জানায় এবং রাসেলকে কলেজ ছাত্রশিবিরের সভাপতিও দাবি করেন। তিনি বলেন, আমির হামজা রাসেলকে একটি দলের ইন্ধনে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর কুমিল্লা ডিবির ওসি ও পুলিশ সুপারের সঙ্গে তিনি যোগাযোগ করেছেন।


জানা গেছে, আওয়ামী সরকারের আমলে আমির হামজা মক্রবপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করেছেন। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে নিজেকে জামায়াত-শিবিরের কর্মী দাবি করা শুরু করেন তিনি। দলটির পক্ষে এলাকায় দাঁড়িপাল্লার ব্যাপক প্রচার-প্রচারণা শুরু করেন আমির হামজা।


এদিকে আমির হামজাকে গ্রেফতারের পর শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার নিবেদিতপ্রাণ কর্মী দাবি করে এবং গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এবং নাঙ্গলকোট উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সুমনসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অনেক নেতাকর্মী।


মক্রবপুর ইউনিয়ন জামায়াতের আমির ডা. বেলাল আহমেদ জানান, আমির হামজা প্রকৃতপক্ষে একজন শিবিরকর্মী ছিলেন। ছাত্রলীগ জোর করে তাদের কমিটিতে তার নাম দিয়েছে। তিনি কলেজ জীবনেও শিবিরের সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।


জামায়াত মনোনীত কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইয়াছিন আরাফাতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তার মোবাইল নাম্বারে কল করেও তাকে পাওয়া যায়নি।


নাঙ্গলকোট থানার ওসি এ কে ফজলুল হক বলেন, ডিবি অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে। রাজনৈতিক বিষয়টি আমার জানা নেই।

২৪ দিন আগে রবিবার, অক্টোবর ২৬, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন