Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

জাতীয়

চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করার কাজ চলছে: ডিএমপি কমিশনার

ডেস্ক রিপোর্ট:
৮ ঘন্টা আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো



ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, “কেউ চাঁদাবাজি করবেন না। চাঁদাবাজি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। ঢাকায় চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করার কাজ চলছে। আগামী দুই-তিন দিনের মধ্যে তালিকা অনুযায়ী অভিযান শুরু হবে।”


শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পুলিশ, ছাত্র, জনতা এবং রমনা মডেল থানা এলাকার নাগরিকদের নিয়ে আয়োজিত মতবিনিময়

সভায় তিনি এসব কথা বলেন।


তিনি আরও বলেন, “চাঁদাবাজির কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ বিপাকে পড়ছেন।”


ঢাকায় ছিনতাই বৃদ্ধি নিয়ে কমিশনার বলেন, “মোবাইল ছিনতাই বেড়ে গেছে। তাই রাস্তা-ঘাটে চলাফেরা করার সময় সবাইকে সতর্ক থাকতে হবে।”


ফুটপাতের হকারদের বিষয়ে তিনি বলেন, “হকারদের পুরোপুরি উচ্ছেদ করা অমানবিক। তবে তারা যেন নিয়ন্ত্রিতভাবে ফুটপাতে থাকে, সে বিষয়ে সচেতন হতে হবে। হকারদের কাছ থেকে চাঁদা আদায় করা যাবে না।”


মোটরসাইকেলের প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, “মোটরসাইকেল একটি ঝুঁকিপূর্ণ বাহন। বিশেষ করে এক মোটরসাইকেলে দুই-তিনজন করে যাতায়াত করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ঢাকার ট্রাফিক ব্যবস্থাকে শৃঙ্খলার মধ্যে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। যারা রাস্তা ব্যবহার করবেন, তাদের অবশ্যই নিয়ম মেনে চলতে হবে।”

৮ ঘন্টা আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন