Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর-লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৭২ : প্রেস সচিব

ডেস্ক রিপোর্ট:
১০ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো




ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে সোমবার সারাদেশে বিক্ষোভের সময় বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটতরাজের ঘটনায় এখন পর্যন্ত ৭২ জনকে আটক করা হয়েছে।


বুধবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে সোমবারের বিক্ষোভ চলাকালে সহিংসতা, দোকানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

এ ধরনের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নেয়।


প্রেস সচিব বলেন, "এসব হামলা ও ভাঙচুরের ঘটনা জননিরাপত্তা ও আইনের শাসনের পরিপন্থী। এ পর্যন্ত ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে দুটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে এবং দোষীদের বিরুদ্ধে আরও মামলা করার প্রস্তুতি চলছে।"


অন্যদিকে পুলিশ সদরদপ্তরের এক বার্তায় জানানো হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে খুলনা থেকে ৩৩ জন, সিলেট থেকে ১৯ জন, চট্টগ্রাম থেকে ৫ জন, গাজীপুর থেকে ৪ জন, নারায়ণগঞ্জ থেকে ৪ জন, কুমিল্লা থেকে ৩ জন এবং কক্সবাজার থেকে ৪ জনকে আটক করা হয়েছে। এসব ঘটনার সঙ্গে জড়িত করে এ পর্যন্ত মোট ৯টি মামলা রুজু করা হয়েছে।

১০ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন