Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

জাতীয়

‘ব্রয়লার মুরগির দাম না কমলে আমদানি করা হবে’

ডেস্ক রিপোর্ট:
২৯ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো

রমজানে কোনো ব্যবসায়ী অসৎ কিছু করলে দায়ভার নেবে না বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। অসৎ কিছু করলে উল্টো শাস্তিমূলক ব্যবস্থা নিতে সহায়তা করা হবে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি জসিম উদ্দিন।

বৃহস্পতিবার (২৩ মার্চ) এক সভায় এফবিসিসিআই সভাপতি বলেন, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। দেশের বাজারে ব্রয়লার মুরগির দাম বৃদ্ধি অস্বাভাবিক।
এটা কোনোভাবেই কাম্য

নয়। ব্রয়লারের দাম কোনোভাবেই ২০০ টাকার বেশি হওয়ার কথা নয়।

জসিম উদ্দিন বলেন, ব্রয়লার ‌ব্যবসার সাথে সংশ্লিষ্টদের নিয়ে বসা হবে। অস্বাভাবিক দাম বৃদ্ধির বিষয়ে তাদের কাছে কারণ জানতে চাওয়া হবে। যদি দাম না কমানো যায় তাহলে আগামী দুই তিন মাস সরকারকে মাংস আমদানির অনুরোধ করা হবে। মুরগি-গরুর মাংস আমদানি করা যে বাজারটা খুলে দেয়ার আহ্বানও জানানো হবে।

অনুষ্ঠানে রেস্তোঁরা মালিক সমিতির নেতারা বলেন, মাংসের দাম বেড়ে যাওয়ার সংকটের পাশাপাশি মোবাইল কোর্টের হয়রানি শিকার হচ্ছেন তারা। নতুন করে হয়রানি করা হলে সকল রেস্তোরাঁ বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দেন সমিতির সভাপতি।

২৯ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন