Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

লিড নিউজ

২৩ ঘণ্টা পর ফের পুরোদমে চালু মেট্রোরেল

ডেস্ক রিপোর্ট:
১ দিন আগে মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫
# ফাইল ফটো



২৩ ঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু হয়েছে মেট্রোরেল। ফার্মগেটে পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ার পর সেখানে সংস্কার কাজের জন্য মেট্রো চলাচল সাময়িক বন্ধ ছিল। এরআগে আংশিকভাবে চলছিল মেট্রোরেল।


সোমবার বেলা ১১টা থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে মেট্রোরেল চলাচল শুরুর কথা জানায় ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।


ডিএমটিসিএল এর ফেসবুক

পেজে দেওয়া পোস্টে বলা হয়, মেট্রোরেলের সম্মানিত যাত্রী সাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, সকাল ১১টা হতে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা নিরবচ্ছিন্নভাবে পুনরায় চালু করা হবে। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।


ফার্মগেটে রোববার বেলা ১২টা ৩০ মিনিটের দিকে মেট্রোরেল পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে গিয়ে একজন নিহত হন। এরপর সেটা আজ সকালে নতুন করে লাগানো হয়। তারপর পরীক্ষামূলকভাবে ট্রেন চলেছে। 


গতকাল দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে এই দুর্ঘটনার পর মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। আড়াই ঘণ্টা পর উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রোরেল চলাচল শুরু হয়। এর সাত ঘণ্টা পর মতিঝিল থেকে শাহবাগ অংশের কার্যক্রম শুরু হয়। তবে আজ সকালে সংস্কার কাজের জন্য বন্ধ ছিল কার্যক্রম। যা ১১টায় চালু হয়েছে আবার।

১ দিন আগে মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন