Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

জাতীয়

বন্ধ ভারতের ভিসা, তৃতীয় দেশে যেতে ইচ্ছুকরা ভিসা নিতে পারবেন যে ২ দেশ থেকে

ডেস্ক রিপোর্ট:
১৬ দিন আগে মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫
# ফাইল ফটো

  




ভারতের ভিসা বন্ধ থাকায় তৃতীয় দেশে যেতে আগ্রহী বাংলাদেশিরা ভিয়েতনাম ও পাকিস্তান থেকে ভিসা নিতে পারবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।


সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে বিভিন্ন বক্তব্য-বিবৃতি দিচ্ছেন—এমন প্রশ্নে তিনি বলেন, শেখ হাসিনা ভারতীয় গণমাধ্যমে

যেভাবে বক্তব্য-বিবৃতি দিচ্ছেন, তা অন্তর্বর্তীকালীন সরকার ভালোভাবে নিচ্ছে না। এ নিয়ে বাংলাদেশের অসন্তোষ ভারত সরকারকে জানানো হয়েছে এবং অনুরোধ করা হয়েছে যাতে তিনি ভারতে বসে বক্তৃতা বা বিবৃতি না দেন। তবে এ বিষয়ে এখনো ভারত থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর কতজন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য ভারতে আছেন, সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বলেও জানান মুখপাত্র।


এর আগে গত ২১ অক্টোবর ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, বাংলাদেশের পর্যটকদের জন্য ভারতীয় ভিসা খুব শিগগিরই চালু হচ্ছে না। তবে জরুরি প্রয়োজনে যাদের ভিসা প্রয়োজন, তাদের ঢাকার ভারতীয় হাইকমিশন থেকে ভিসা দেওয়া হচ্ছে। ওইদিন দুপুরে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রণয় ভার্মা।

১৬ দিন আগে মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন