Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

বিশ্বকাপে চারটি মাইলফলকের হাতছানি মেসির সামনে

স্পোর্টস ডেস্ক:
৯ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

লিওনেল মেসি, যাকে  অন্য গ্রহের  ফুটবলার বলা হয়। মেসি মানেই ফুটবল শিল্প। বাঁ পায়ের জাদুকরি শট। গোল করা ও করানোর কারিগর। এই গ্রহে ফুটবলের একজন নক্ষত্র তিনি। যে নক্ষত্র কাতার বিশ্বকাপে দুর্নিবার। প্রতিটি ম্যাচে জমাট খেলা উপহার দিচ্ছেন তিনি। কাতারে পাঁচটি ম্যাচ খেলে চারটি গোল করেছেন। আরও দুটি গোল করাতে সরাসরি অবদান রেখেছেন। বিশ্বকাপে নিজের আগের সাফল্যকেও ছাপিয়ে গেছেন আর্জেন্টিনার

এ সুপারস্টার।  বিশ্বকাপ ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে দু'বার টুর্নামেন্ট সেরার নতুন মাইলফলক গড়ার দ্বারপ্রান্তে উপনীত হয়েছেন লা আলবেসেলেস্তে দলের এ প্রাণভোমরা। আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে পারলেই মেসির হাতে উঠতে পারে আরও একটি গোল্ডেন বল।

কিংবদন্তি পেলে ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে ৩টি বিশ্বকাপ জিতলেও সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন একবারই। ১৯৭০ বিশ্বকাপে। ১৯৫৮ টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হয়েছিলেন ডিডি (ওয়ালদিয়র পেরেইরা)। পরের বিশ্বকাপে সেরা হয়েছিলেন গ্যারিঞ্চা। ম্যারাডোনা সেরা হয়েছিলেন ১৯৮৬ বিশ্বকাপে, যে আসরের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। রোনালদো ১৯৯৮ আসরে টুর্নামেন্ট সেরা হলেও ২০০২ সালে পুরস্কারটি উঠেছিল জার্মান গোলরক্ষক অলিভার কানের হাতে। যদিও সেবার চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। রোনালদো জিতেছিলেন গোল্ডেন বুট। কারণ ফাইনালের আগেই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্ধারণের ভোট হয়েছিল এবং পুরস্কারটি জেতেন গোলরক্ষক অলিভার কান।

চলতি আসরে চার গোলের সুবাদে এরই মধ্যে বিশ্বকাপে ১০ গোল করার বিরল কীর্তি গড়ে স্বদেশি বাতিস্তুতার পাশে জায়গা করে নিয়েছেন মেসি। টুর্নামেন্টে আরও গোল করে এককভাবে শীর্ষে যাওয়ার সুযোগ রয়েছে তাঁর সামনে। বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডও হাতছানি দিচ্ছে আর্জেন্টাইন প্লে-মেকারকে। আর্জেন্টিনা ফাইনালে উন্নীত হলে মেসি আরও দুটি ম্যাচ খেলার সুযোগ পাবেন। এতে করে বিশ্বকাপে ২৬টি ম্যাচ খেলে জার্মানির ম্যাথুসের (২৫ ম্যাচ) রেকর্ড নিজের করে নেবেন মেসি। টুর্নামেন্টে সবচেয়ে বেশি সময় মাঠে থাকা খেলোয়াড়ের রেকর্ডটিও তাঁর হাতের নাগালেই রয়েছে। এ পর্যন্ত ২১০৪ মিনিট ম্যাচ খেলেছেন। ২২১৯ মিনিট বিশ্বকাপ ম্যাচ খেলার রেকর্ডটি ইতালির পাওলো মালদিনির। চলতি আসর পর্যন্ত বিশ্বকাপ খেলা ফুটবলারদের সর্বোচ্চ (১০ গোল) গোলদাতা তালিকায় মেসির সঙ্গে রয়েছেন জার্মানির মুলার। কিন্তু জার্মানি টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ায় লড়াইটি এখন দুই পিএসজি ফরোয়ার্ডের- মেসি ও এমবাপ্পের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে। কাতার আসরে ৫ গোল করে নিজের বিশ্বকাপ গোল ৯টিতে উন্নীত করেছেন ফ্রান্সের এমবাপ্পে। আর্জেন্টিনা ও ফ্রান্স বিশ্বকাপের ফাইনালে যেতে পারলে দুই ক্লাব সতীর্থের মধ্যে শুধু শিরোপাই নয়, বহুমুখী লড়াই হবে। ট্রফির সঙ্গে গোল্ডেন বল, আসরের সর্বোচ্চ গোলদাতা এবং বিশ্বকাপ গোলের সংখ্যায়ও বারবার আলোচনায় আসবেন মেসি ও এমবাপ্পে।

৯ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন