Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

বিগত নির্বাচন ও আওয়ামী লীগের রাজনীতি নিয়ে সারজিস-হাসনাতের ২ রিট দায়ের

ডেস্ক রিপোর্ট:
২৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত তিনটি নির্বাচনের বৈধতা বাতিলের দাবি নিয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম। তারা এই রিটের মাধ্যমে দলটির রাজনৈতিক কার্যক্রম পরিচালনার ওপরও প্রশ্ন তুলেছেন।


সোমবার, এই দুই সমন্বয়ক তাদের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে জানিয়েছেন যে তারা হাইকোর্টে দুটি রিট

দায়ের করেছেন।


১. আওয়ামী লীগের গত তিনটি নির্বাচনকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং অবৈধভাবে প্রাপ্ত সুবিধাগুলো কেন ফিরিয়ে দেবে না, সে বিষয়ে প্রথম রিট।


২. এই মামলার রায় না হওয়া পর্যন্ত তাদের রাজনৈতিক সব কার্যক্রম থেকে বিরত রাখা হবে না, সে বিষয়ে দ্বিতীয় রিট।


তারা উল্লেখ করেছেন যে রিটে দল হিসেবে নিষিদ্ধ করার বা নিবন্ধন বাতিলের কোনো দাবি নেই।


রিট দায়েরের বিষয়টি নিশ্চিত করে আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম জানান, এই রিটের মাধ্যমে দলটির রাজনৈতিক কার্যক্রম পরিচালনার ওপর বিধিনিষেধ আরোপের জন্য আবেদন করা হয়েছে। বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি সিকদার মো. মাহমুদুর রাজীর নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চে এ রিটের শুনানি হতে পারে বলে তিনি জানান।

২৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন