Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে অংশ নেবে না: খোকন

ডেস্ক রিপোর্ট:
১৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেছেন, ‘নিরপেক্ষ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না। আন্দোলনের মাধ্যমে এ দাবি আদায় করতে হবে।’

আজ শনিবার সকাল ১০টায় শহরের আমতলা মোড়ে একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বর্তমান সরকারকে অবৈধ সরকার উল্লেখ করে মাহবুবউদ্দিন খোকন বলেন, ‘যে

আদেশের অজুহাতে বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে চায় না সেই আদেশেই দুইবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের কথা বলা আছে। সরকার চাইলেই সেটি সম্ভব। চূড়ান্ত আন্দোলনের আগেই সরকারের বোধোদয় হবে।’

তিনি বলেন, ‘আদালত, নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রশাশন যন্ত্র সব কিছু সরকার ধ্বংস করে ফেলেছে। সর্বস্তরের প্রশাসন আজ সরকারের আজ্ঞাবাহী হিসেবে কাজ করে। সরকার প্রশাসনকে জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে। বিএনপি ক্ষমতায় এলে রাষ্ট্রকাঠামো সংষ্কার করা হবে।

সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল আলিমের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য সাবেক এমপি কাজী মো. আলাউদ্দিন, ডা. শহিদুল আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক চেয়ারম্যান আব্দুর রউফ, শেখ তারিকুল হাসান, হাবিবুর রহমান হাবিব, মৃনাল কান্তি রায়, পৌর বিএনপির আহ্বায়ক শের আলী, সদস্য সচিব ও সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, অ্যাডভোকেট শাহানা পারভীন বকুল প্রমুখ।

১৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন