বিএনপি সংবিধান সংস্কার কমিশনের কাছে লিখিত প্রস্তাব দিয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিশনের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদের নেতৃত্বে দুই সদস্যের একটি প্রতিনিধি দল এই প্রস্তাব কমিশন প্রধান অধ্যাপক আলী রীয়াজের হাতে তুলে দেয়।
সংবিধান সংস্কার কমিশন জানায়, তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এখন পর্যন্ত ৪৭ হাজার সাধারণ
মানুষ তাদের প্রস্তাব ও মতামত প্রদান করেছে। এছাড়া ২৮টি সংগঠন, ২৩ জন সুশীল সমাজের প্রতিনিধি, ৫ জন সংবিধান বিশেষজ্ঞ এবং ১০ জন তরুণ চিন্তাবিদদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা করেছে কমিশন। বর্তমানে কমিশন সবার মতামত যাচাই-বাছাই বা বিশ্লেষণ করছে।কমিশন আরও জানায়, বিএনপি তাদের প্রস্তাবে পঞ্চদশ সংশোধনী বাতিল, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা, উপ রাষ্ট্রপতি পদ সৃষ্টিসহ বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগের পৃথকীকরণসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় দাবি করেছে।
সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ বলেন, নির্বাচনের সিদ্ধান্ত গ্রহণ করবে অন্তর্বর্তী সরকার। সংবিধান তো শুধু একটি নির্বাচনের জন্য নয়; যেখানে যে ধরনের সুপারিশ প্রয়োজন, তা আমরা করব।
২৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫