Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

মেয়াদ বাড়লো পাঁচ সংস্কার কমিশনের

ডেস্ক রিপোর্ট:
২৯ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




অন্তর্বর্তী সরকারের গঠিত পাঁচটি সংস্কার কমিশনের মেয়াদ আগামী ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।


এই পাঁচটি কমিশন হলো গণমাধ্যম, স্বাস্থ্য, নারীবিষয়ক, শ্রম ও স্থানীয় সরকার সংস্কার কমিশন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, এসব কমিশনের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তাদের মেয়াদ বাড়ানো

হয়েছে।


গত নভেম্বরে এই পাঁচটি সংস্কার কমিশন গঠন করা হয়েছিল। এর আগে গঠিত ছয়টি সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এই ছয়টি কমিশন হলো সংবিধান, বিচার বিভাগ, নির্বাচনব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশ ও দুর্নীতি দমন সংস্কার কমিশন।


এই ছয় কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনদের সঙ্গে আলোচনা শুরু করেছে। ১৫ ফেব্রুয়ারি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ২৭টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিদের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

২৯ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন