Daily Bangladesh Mirror

ঢাকা, বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬, ২ মাঘ ১৪৩২

সারাদেশ

বেনাপোল সীমান্ত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মনির হোসেন, বেনাপোল:
৪ দিন আগে বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬
# ফাইল ফটো




বেনাপোলের পুটখালী সীমান্তে ভারত-বাংলাদেশ শূন্যরেখা থেকে একজনের মরদেহ উদ্ধার করেছে বিজিবি।


মঙ্গলবার দুপুরে সীমান্তের ইছামতি নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে বিজিবি পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ নিয়ে যায় ময়নাতদন্তের জন্য।


নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। 


বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন ভক্ত জানান, বিজিবির

কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে দুই দিন আগে তাকে কুপিয়ে হত্যা করে মরদেহ নদীর পাড়ে ফেলে গেছে দুর্বৃত্তরা। মরদেহে একাধিক আঘাতের চিহ্ন আছে।


২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল খুরশিদ আনোয়ার জানান, নিহত ব্যক্তি স্থানীয় নয় বলে জানা গেছে। তার গায়ে একাধিক কোপের চিহ্ন আছে। মরদেহ পুলিশকে হস্তান্তর করা হয়েছে।

৪ দিন আগে বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন