বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে জানা গেছে, চলতি বছরের (২০২৫) জানুয়ারির প্রথম চার দিনে রেমিট্যান্স এসেছে ২২ কোটি ৬৭ লাখ মার্কিন ডলার। এ সময় প্রতিদিন গড়ে এসেছে ৫ কোটি ৬৬ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলো এই সময়ে ৭ কোটি ২২ লাখ ডলার রেমিট্যান্স সংগ্রহ করেছে। বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১ কোটি ১
লাখ ১০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকগুলো সংগ্রহ করেছে ১৪ কোটি ৩৯ লাখ ৯০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪ লাখ ৪০ হাজার ডলার।২০২৪ সালের ডিসেম্বরে দেশে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছে ২৬৩ কোটি ৮৭ লাখ ডলার, যা বাংলাদেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স।
২০২৪ সালের পুরো বছরে রেমিট্যান্স এসেছে ২ হাজার ৬৮৮ কোটি ৯১ লাখ ডলার। মাসভিত্তিক রেমিট্যান্সের বিবরণ অনুযায়ী, জানুয়ারিতে এসেছে ২১১ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার, ফেব্রুয়ারিতে ২১৬ কোটি ৪৫ লাখ ৬০ হাজার ডলার এবং মার্চে এসেছে ১৯৯ কোটি ৭০ লাখ ৭০ হাজার ডলার। এপ্রিলে এ সংখ্যা ছিল ২০৪ কোটি ৪২ লাখ ৩০ হাজার ডলার। মে মাসে রেমিট্যান্স বেড়ে হয় ২২৫ কোটি ৪৯ লাখ ৩০ হাজার ডলার।
জুন মাসে সর্বোচ্চ রেমিট্যান্স আসে ২৫৩ কোটি ৮৬ লাখ ডলার। তবে জুলাইয়ে তা কমে দাঁড়ায় ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলারে। আগস্টে এ সংখ্যা আবার বেড়ে হয় ২২২ কোটি ৪১ লাখ ৫০ হাজার ডলার। সেপ্টেম্বরে রেমিট্যান্স আরও বাড়ে এবং দাঁড়ায় ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার ডলারে। অক্টোবরে আসে ২৩৯ কোটি ৫০ লাখ ৮ হাজার ডলার। নভেম্বরে এ সংখ্যা কিছুটা কমে ২১৯ কোটি ৯৫ লাখ ১০ হাজার ডলারে দাঁড়ায়। তবে ডিসেম্বরে সর্বোচ্চ রেমিট্যান্স সংগ্রহ হয়, যা ছিল ২৬৩ কোটি ৮৭ লাখ ৮০ হাজার ডলার।
১৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫