Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫, ২ পৌষ ১৪৩২

জাতীয়

বাসা-বাড়ির গ্যাস সরবরাহ বন্ধ করার জন্য আমার ওপর চাপ আছে: জ্বালানি উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:
৫ দিন আগে মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫
# ফাইল ফটো



বাসা-বাড়ির গ্যাস সরবরাহ বন্ধ করার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।


বৃহস্পতিবার সচিবালয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের আন্দোলন নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।


উপদেষ্টার কাছে সাংবাদিকরা জানতে চান যে, বাসা-বাড়িতে নতুন করে গ্যাস সংযোগ দেওয়া

হবে কিনা?- জবাবে তিনি বলেন, ‘না; বরং বাসা-বাড়িতে আমরা যে গ্যাস দেই, সেটা বন্ধ করে দেওয়ার জন্য আমার ওপর চাপ আছে। কিন্তু আমি বন্ধ করি না, কারণ এটা যদি করি তাহলে আমি আমার নিজের বাসায় ঢুকতে পারব না।’


তবে কোথা থেকে বা কী ধরনের চাপ আছে- সে বিষয়ে কিছু জানাননি উপদেষ্টা।


একপর্যায়ে সাংবাদিকরা উপদেষ্টার কাছে জানতে চান যে, অনেক এলএনজি আমদানি হচ্ছে- সামনে গ্যাসের দাম বাড়বে কিনা? জবাবে ফাওজুল কবির বলেন, দাম এখন বাড়বে না। আগে সরকারি সিদ্ধান্ত ছিল প্রতি দুই-এক মাস অন্তর অন্তর গ্যাস ও বিদ্যুতের দাম বাড়বে। আমাদের এক বছর কয় মাস হয়ে গেল, আমরা কিন্তু এখনো বিদ্যুতের দামও বাড়াইনি, গ্যাসের দামও বাড়াইনি।

৫ দিন আগে মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন