টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে সপ্তম শ্রেণির দুই স্কুল ছাত্রীসহ চারজন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় পাঁচজন আহত হয়েছে।
রবিবার (৩০ এপ্রিল) দুপুরে ১টা ১০ মিনিটে উপজেলার বাঘিল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বাঘিল এলাকার কালামের মেয়ে ভাইঘাট উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণির ছাত্রী রশ্নি ও একই
মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমি জানায়, দুপুরের দিকে জামালপুর থেকে ঢাকাগ্রামী একটি বাস ধনবাড়ী উপজেলার বাঘিল বাজার এলাকায় পৌঁছালে একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সংর্ঘষ হয়। এ ঘটনায় চারজন মারা যায়। পরে আহতদের উদ্ধার করে মধুপুর ও ময়মনসিংহ হাসপাতালে পাঠানো হয়েছে।
২৫ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫