Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সারাদেশ

বাস-অটোরিকশা সংঘর্ষ, দুই স্কুল ছাত্রীসহ নিহত ৪

ডেস্ক রিপোর্ট:
২৫ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো

টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে সপ্তম শ্রেণির দুই স্কুল ছাত্রীসহ চারজন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় পাঁচজন আহত হয়েছে।


রবিবার (৩০ এপ্রিল) দুপুরে ১টা ১০ মিনিটে উপজেলার বাঘিল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বাঘিল এলাকার কালামের মেয়ে ভাইঘাট উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণির ছাত্রী রশ্নি ও একই

এলাকার জয়নাল আবেদিনের মেয়ে ভাইঘাট উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণির ছাত্রী বিথী আক্তার, উপজেলার নরিল্যা গ্রামের নিয়ত আলীর ছেলে হাকিম ও গোপালপুর উপজেলার হাদিরা গ্রামের জালাল উদ্দিনের ছেলে মোস্তফা। তবে আহতদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। আহতদের মধুপুর ও ধনবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমি জানায়, দুপুরের দিকে জামালপুর থেকে ঢাকাগ্রামী একটি বাস ধনবাড়ী উপজেলার বাঘিল বাজার এলাকায় পৌঁছালে একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সংর্ঘষ হয়। এ ঘটনায় চারজন মারা যায়। পরে আহতদের উদ্ধার করে মধুপুর ও ময়মনসিংহ হাসপাতালে পাঠানো হয়েছে।

২৫ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন