Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সারাদেশ

বাংলাদেশ ফাইটার কারাতে জাতীয় তৃতীয় প্রতিযোগিতায় রানার আপ কুমিল্লা ইয়াং কিং কারাতে এসোসিয়েশন

স্টাফ রিপোর্টার:
১০ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো




কক্সবাজারে বাংলাদেশ ফাইটার কারাতে জাতীয় তৃতীয় প্রতিযোগিতায়  কুমিল্লা ইয়াং কিং কারাতে এসোসিয়েশন রানার আপ হয়েছেন ।


কুমিল্লা থেকে ৩৫ জনের একটি টিম কক্সবাজার গিয়েছে, যার মধ্যে প্রতিযোগী ছিল ২১ জন ।

Daily Bangladesh Mirror

data-filename="WhatsApp Image 2025-01-09 at 2.16.08 PM.jpeg" style="width: 100%;">


 তিনটি গোল্ড পদক, চারটি সিলভার পদক  এবং  পাঁচটি ব্রোঞ্জ পদক পেয়ে কুমিল্লা ইয়াং কিং কারাতে এসোসিয়েশন রানার আপ হয়েছে ।


 সেন্সি মোঃ নূরে আলম বিচারকের দায়িত্ব পালন করেন । 



টিম ম্যানেজার ছিলেন কুমিল্লা বকশিয়া দরবার শরীফের সাবেক গদিসিন  ইউনুস গাফফারী । 


ইয়াং কিং কারাতে  এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক সেন্সি মোঃ নুরে আলম  খেলার বিষয়টি নিশ্চিত করেছেন।


১০ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন