Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

বাংলাদেশ পুলিশ সংস্কারে সহায়তা দিতে আগ্রহী ইতালি

ডেস্ক রিপোর্ট:
১৮ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো জানিয়েছেন, ইতালি বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণ ও পুলিশের সংস্কারে সহায়তা করবে।


বুধবার (২ অক্টোবর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ সহায়তার আশ্বাস দেন।


সাক্ষাতে ইতালিতে নিরাপদ ও নিয়মিত অভিবাসন, অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা এবং পুলিশ

সংস্কার বিষয়ে আলোচনা হয়। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অধ্যাপক ইউনূস এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যে অনুষ্ঠিত বৈঠকের এক সপ্তাহ পর এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


জাতিসংঘের বৈঠকে অধ্যাপক ইউনূস বাংলাদেশের নাগরিকদের ইতালিতে বৃহৎ আকারে আনুষ্ঠানিক অভিবাসনের আহ্বান জানান। মেলোনি বলেন, উভয় দেশের উচিত অবৈধ অভিবাসন রোধে সক্রিয় প্রচেষ্টা চালানো। তিনি বাংলাদেশের অভিবাসীদের রক্ষায় উন্নত ও নিয়মিত অভিবাসন ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।


রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগের প্রশংসা করে পুলিশের সংস্কারে সহায়তার প্রস্তাব দেন। তিনি জানান, ইতালির পুলিশ এর আগেও বিভিন্ন দেশে এ ধরনের সহায়তা দিয়ে এসেছে।


তিনি আরও আশা প্রকাশ করেন যে, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য শিগগিরই উন্নতির দিকে যাবে। বর্তমানে বাংলাদেশ ও ইতালির মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রায় ২.৫ বিলিয়ন মার্কিন ডলার। এছাড়াও, ইতালি দূতাবাস শিগগিরই একটি চলচ্চিত্র উৎসব ও একটি ব্যালে অনুষ্ঠানের আয়োজন করবে বলে জানান।

১৮ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন