Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

বাজেটের আকার বড় হবে না, বক্তৃতা হবে সংক্ষিপ্ত: উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:
১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটের আকার অহেতুক বড় হবে না এবং বাজেট বক্তৃতাও সংক্ষিপ্ত রাখা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।


বুধবার (১৯ মার্চ) ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্পাদক এবং শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।


অর্থ উপদেষ্টা বলেন, আগামী বাজেট বাস্তবমুখী

করা হবে। বেসরকারি খাতে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটানো এবং ট্যাক্স সংক্রান্ত বিষয়গুলো পর্যালোচনা করা হবে।


তিনি বলেন, বাজেটে মূল্যস্ফীতি, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, শিশুদের শিক্ষাসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে। তবে বাজেটের আকার অহেতুক বড় করা হবে না। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকারও অত্যধিক বাড়ানো হবে না। মূল্যস্ফীতি কমানো, আয় বৃদ্ধি এবং বেসরকারি খাতে কর্মসংস্থান বাড়ানোর দিকে বিশেষ নজর দেওয়া হবে।


সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, বাজেটের প্রভাব কী হবে তা আগে থেকে বিবেচনায় রাখা হবে। আগে অনেক পরিকল্পনা নেওয়া হলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়ন হতো না। এবার সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।


তিনি বলেন, আগে বাজেট বক্তৃতা ২০০-৩০০ পৃষ্ঠার হতো। এবার তা ৫০-৬০ পৃষ্ঠার মধ্যে সীমাবদ্ধ রাখা হবে। বক্তৃতা সংক্ষিপ্ত করা হবে।


উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন নিয়ে নানা আলোচনা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


অর্থ উপদেষ্টা আরও বলেন, সামাজিক নিরাপত্তা খাতে কিছু ভাতা বাড়ানো হবে। সামাজিক নিরাপত্তা কর্মসূচি, শিক্ষা এবং তথ্যপ্রযুক্তি খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে।


ব্যক্তির করমুক্ত আয় সীমা নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে পরে জানানো হবে।


মতবিনিময় সভার সমাপনী বক্তব্যে সালেহউদ্দিন আহমেদ বলেন, সমতাভিত্তিক ও কল্যাণমুখী বাজেট প্রণয়নের চেষ্টা করা হবে। সময় সীমিত হওয়ায় মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার দিকে নজর দেওয়া সম্ভব হবে না। তবে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় ভাতার পরিমাণ বাড়ানো হবে।


তিনি বলেন, উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন এড়ানো যাবে না। এ বিষয়ে আরও পাঁচ থেকে ছয়টি দেশ বাংলাদেশের দিকে তাকিয়ে আছে।


কর ব্যবস্থা স্বয়ংক্রিয় করার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে করদাতাদের ট্যাক্স অফিসে যেতে হয় না। বাংলাদেশেও এ বিষয়ে উন্নতি প্রয়োজন।


জুনের প্রথম দিকে বাজেট ঘোষণা করা হবে বলেও জানান সালেহউদ্দিন আহমেদ।


মতবিনিময় সভায় অর্থ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন।

১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন