Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

জাতীয়

বাচ্চারা গুলির সামনে জীবন দেয় আর মুরব্বিরা পদ ভাগাভাগি করেন: হাসনাত আবদুল্লাহ

ডেস্ক রিপোর্ট:
৪ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো




বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ মন্তব্য করেছেন, “বিপ্লবে বাচ্চারা গুলির সামনে জীবন দেয়, আর মুরব্বিরা বিপ্লবের পর পদ ভাগাভাগিতে মেতে ওঠেন।”


শনিবার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) শিক্ষা অধিকার সংসদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।


হাসনাত আবদুল্লাহ বলেন, “বাচ্চারা নিজেদের জীবন

দিয়ে ইতিহাস রচনা করে, আর বিপ্লব শেষে মুরব্বিরা নিজেদের সুবিধা আদায়ের কাজে লিপ্ত হন। এটি আমাদের ঐতিহাসিক দুর্বলতা।”


তিনি আরও বলেন, পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধসহ জাতীয় অর্জনগুলো একজনের একক অবদান হিসেবে তুলে ধরার অপচেষ্টা থেকে সরে আসতে হবে। শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অতিরঞ্জিত প্রশংসার ফলে অনেকে তার প্রতি বিরক্ত হয়ে উঠছেন বলে মন্তব্য করেন তিনি।


হাসনাত বলেন, “তরুণরা কেবল ইতিহাসের পাঠক নয়; তারা এবার ইতিহাস সৃষ্টি করেছে। তাই ইতিহাসে যার যে অবদান রয়েছে, সেটি পাঠ্যপুস্তকে সঠিকভাবে তুলে ধরা জরুরি।”

৪ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন