Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিশ্ব

বাবরি মসজিদের পর এবার বিতর্কে মথুরার শাহি মসজিদ

আন্তর্জাতিক ডেস্ক:
২৫ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

ভারতের অযোধ্যায় বাবরি মসজিদ নিয়ে আদালতের রায়ের পর মুসলিমদের তৈরি স্থাপনা ঘিরে একের পর এক বিতর্ক উত্থাপিত হচ্ছে। এই বিতর্কে তাজমহলও বাদ যায়নি। বিশেষ করে ভারতীয় জনতা পার্টির শাসনামলে এসব স্থাপনা নিয়ে পুরনো বিতর্ক পাচ্ছে ধর্মীয় আমেজ। সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বারানসির বিখ্যাত জ্ঞানবাপি মসজিদের মতো এবার মথুরার শাহি ঈদগাহ মসজিদেও জরিপের নির্দেশ দেওয়া হয়েছে। গত শনিবার

মথুরার একটি আদালত আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়াকে এই জরিপ পরিচালনার অনুমতি দেয়।

দেশটির কট্টর হিন্দুত্ববাদী গোষ্ঠী হিন্দু সেনার নেতা বিষ্ণু গুপ্তের আবেদনের পরিপ্রেক্ষিতে মথুরার আদালত ওই নির্দেশ দেয়। হিন্দু সেনার দাবি, শ্রীকৃষ্ণের জন্মভূমির ওপর নির্মাণ করা হয়েছে মথুরার শাহি ইদগাহ মসজিদ। এ নিয়ে আবেদনের বিষয়ে শুনানি শেষে আগামী ২ জানুয়ারির পর এই মসজিদে জরিপের কাজ শুরুর নির্দেশ দিয়েছে আদালত। জরিপের ফল ২০ জানুয়ারির পর আদালতের কাছে উপস্থাপন করতে বলা হয়েছে। মসজিদটি সরিয়ে ফেলার দাবিতে একাধিক মামলা করেছে দেশটির হিন্দুত্ববাদী আরও কয়েকটি সংগঠন।

শাহি ইদগাহ মসজিদের ক্ষেত্রে আদালতে যুক্তি দেওয়া হয়েছে, মুঘল সম্রাট আওরঙ্গজেবের নির্দেশে কাটরা কেশব দেব মন্দির চত্বরে ওই মসজিদটি নির্মাণ করা হয় ১৬৬৯-৭০ সালে। আবেদনকারী বিষ্ণু গুপ্তর আইজীবী শৈলেশ দুবে বলেন, তার মক্কেল হিন্দু সেনার জাতীয় সভাপতি বিষ্ণু গুপ্ত আদালতে ওই দাবি করেছেন। তিনি শ্রীকৃষ্ণ জন্মস্থান সেবাসংঘ ও শাহি ইদগাহর মধ্যে ১৯৬৮ সালে যে চুক্তি হয়েছিল তা বাতিলেরও দাবি জানিয়েছেন। একই সঙ্গে এই চুক্তিকে বেআইনি বলে অভিহিত করেছেন। চলতি বছরের মে মাসে বারানসিতে হিন্দুত্ববাদীরা জ্ঞানবাপি মসজিদে তিন দিনের ভিডিওগ্রাফি জরিপে মসজিদ কমপ্লেক্সের ভেতরের পুকুরে একটি শিবলিঙ্গ পাওয়া গেছে বলে দাবি করেন। তবে জ্ঞানবাপি মসজিদের জরিপের কোনো বিশদ বিবরণ এখনো প্রকাশ করা হয়নি। জরিপের পর উভয় পক্ষের দায়ের করা একাধিক আবেদনের শুনানি এখনো আদালতে চলমান রয়েছে।

২৫ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন