Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫, ২ পৌষ ১৪৩২

জাতীয়

আমরা এখনো দুর্বৃত্তায়নের রাজনীতি মোকাবিলা করে যাচ্ছি : সমাজকল্যাণ

ডেস্ক রিপোর্ট:
২৭ দিন আগে মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫
# ফাইল ফটো

সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি বলেছেন, ত্যাগের বিনিময়ে পাওয়া এ দেশটি বঙ্গবন্ধু বেশিদিন পাননি। তার মৃত্যুর পর এক দুবৃত্তের রাজনীতি তৈরি হয়েছে, যার মোকাবিলা আমরা এখনো করে যাচ্ছি।


বুধবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে এথিকস ক্লাব বাংলাদেশ আয়োজিত আদর্শ শিক্ষক সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, খারাপ দিকে চলে যেতে একটা

সমাজের সময় লাগে না, কিন্তু ভালো দিকে যেতে অনেকটা সময় লাগে। এখনো কিন্তু আমাদের পাকিস্তানি প্রেতাত্মাদের সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে। আমাদের শুনতে হয়, যারা জ্বালাও পোড়া করে, তাদের অংশগ্রহণ না হলে নাকি নির্বাচন হয় না। তাদের কাছ থেকে নাকি গণতন্ত্রের দীক্ষা নিতে হবে।


তিনি আরো বলেন, আমরা অনেক কিছু হারিয়েছি এটা সত্য, কিন্তু আমাদের অনেক কিছু আছেও। শিক্ষাক্রমে আমরা অনেক বেশি কিছু করার কথা বলেছিলাম। সমাজকল্যাণেও অনেক কিছু করবার আছে, এটা কেবল ভাতা ও আশ্রয়কেন্দ্রভিত্তিক কাজ নয়।

২৭ দিন আগে মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন