রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধবিরতির চুক্তি খুব কাছাকাছি বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, পুতিন বেশিরভাগ শর্তই মেনে নিয়েছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।
গতকাল শুক্রবার আলাস্কায় বৈঠকে বসেন ট্রাম্প ও্র পুতিন। প্রায় তিন ঘণ্টার বৈঠকে
যুদ্ধবিরতি চুক্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি দুই নেতা।তবে ট্রাম্প বলেছেন পুতিনের সঙ্গে তার বৈঠক ১০ এ ১০ সফল ছিল। খুবই উষ্ণ বৈঠক হয়েছে। এবং তারা চুক্তির খুবই কাছাকাছি আছি।
ট্রাম্পের আশঙ্কা, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কোনো চুক্তিতে রাজি নাও হতে পারেন।
২১ দিন আগে শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫