Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

জাতীয়

আমি নিজেও বাজার করি, চাপে আছি: খাদ্য উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:
১৬ দিন আগে মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫
# ফাইল ফটো




আন্তর্বর্তীকালীন সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, উচ্চ দ্রব্যমূল্যের কারণে তিনি নিজেও ক্রেতা হিসেবে চাপে আছেন। বৃহস্পতিবার খাদ্য ভবনে এক বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন।


দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে আলী ইমাম মজুমদার বলেন, ‘আমি আপনাদের মতো মধ্যবিত্ত। আমি নিজেও বাজার করি এবং চাপে আছি। শীতকালীন সবজি অকাল বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে

আশা করছি তা দ্রুত উঠতে শুরু করবে। শীতকালে বদ্ধ জলাশয়গুলো থেকে মাছের সংগ্রহ বাড়বে, ফলে ডিম ও মুরগির দাম কমবে। সবকিছুর দাম কিছুটা কমবে বলে আমার ধারণা।’


তিনি আরও বলেন, ‘গত এক সপ্তাহে চালের দাম যেভাবে বেড়েছিল, তা আপাতত স্থিতিশীল রয়েছে। আমি আশা করি, আমন ধান বাজারে আসা শুরু করলে দাম কিছুটা কমবে। কৃষক যাতে ন্যায্য মূল্য পায়, সেদিকে সরকারের দৃষ্টি রাখা প্রয়োজন। বর্তমানে কৃষকদের উৎপাদন খরচ বেড়ে গেছে, তাই সরকারকে সচেষ্ট থাকতে হবে যাতে কৃষকরা নিরুৎসাহিত না হন।’


খাদ্য উপদেষ্টা আরও বলেন, ‘আগের বার আমন ধানের যে দাম দেওয়া হয়েছিল, তার চেয়ে এবার কেজিপ্রতি ৩ টাকা বাড়ানো হয়েছে। চালের দামও কিছুটা বৃদ্ধি পেয়েছে।’

১৬ দিন আগে মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন