বলিপাড়ায় করণ জোহর ও কঙ্গনা রানাউতের আদায়-কাঁচকলায় সম্পর্কের কথা কারও অজানা নয়। সেটারই অবতারণা হলো আবারও।
সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে বেশ উত্তেজিত করণ জোহর।
ভিডিওতে করণ বলছেন, যখন কঙ্গনা আমাকে ‘মুভি মাফিয়া’ বলেন, তখন উনি আদতে কী বলতে চান? উনি কি মনে করেন, আমরা বসে আছি কাজ নিয়ে, আর ওকে কেউ কাজ দিচ্ছে না? হতেই তো পারে সেটা আমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত।
করণের টকশো ‘কফি উইথ করণ’-এ এসে তাকে ‘মুভি মাফিয়া’ তকমা দিয়েছিলেন কঙ্গনা। তারকা-সন্তানদের প্রচার করাই তার জীবনের লক্ষ্য, করণের বিরুদ্ধে অভিযোগ করেন বলিউডের ‘কুইন’।
কঙ্গনা বলেন, ‘আমাকে নিয়ে কোনো দিন যদি জীবনীচিত্র তৈরি হয়, তা হলে সেখানে উদ্ধত, অহঙ্কারী মুভি মাফিয়ার চরিত্রে করণ জোহরই থাকবেন। উনিই আমার ছবির খলনায়ক।’
নিজের অনুষ্ঠানে কঙ্গনার এই মন্তব্যের কোনো উত্তর করণ দেননি। কিন্তু পরে এই বিষয়ে প্রশ্ন করা হলে নিজের সব ক্ষোভ উগরে দেন তিনি। তার প্রশ্ন— ‘আমি তো আমার ছেলে, মেয়ে, ভাইপো, ভাগ্নিকে সুযোগ করে দিচ্ছি না। তা হলে আমার বিরুদ্ধে এই স্বজনপোষণের অভিযোগ কেন?’
করণের এই ভাইরাল ভিডিও দেখে বেশ চটেছেন কঙ্গনা। দিন কয়েক আগে সামাজিক মাধ্যমে কঙ্গনা লেখেন, ‘এমন একটা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে করণ ফলাও করে বলছেন যে, আমার হাতে কাজ নেই! আমি নাকি ওর কাছে কাজ চাইছি! আরে আমার প্রতিভা দেখুন, আর নিজের বানানো ছবিগুলো দেখুন।’
তবে এখানেই থামেননি তিনি। অভিনেত্রী লেখেন, ‘চাচা চৌধুরী, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি যখন নিজেকে সফল ছবি নির্মাতা হিসাবে প্রতিষ্ঠা করব, তখন মজা দেখাব।’
২৭ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫