ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আলেখারচরে সোমবার নীল ট্রলি ব্যাগে ৪০ বোতল ফেনসিডিলসহ আরিফুর রহমান (৩৯) নামে একজনকে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ।
জেলার চৌদ্দগ্রাম উপজেলার বান্দেরজলা এলাকার মফিজুর রহমানের ছেলে আরিফুর রহমান।
হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার এসআই মোঃ নজরুল ইসলাম কুমিল্লা কোতয়ালী থানার আলেখারচর
নামক স্থানে আসামি মোঃ আরিফুর রহমানকে নীল রংয়ের ট্রলি ব্যাগের ভিতরে থাকা ৪০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে। আসামির বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। হাইওয়ে পুলিশের মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।১৬ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫