Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫, ২ পৌষ ১৪৩২

জাতীয়

আ.লীগ ইসলামী ব্যাংকগুলোকে টার্গেট করে লুট করেছে: উপদেষ্টা আসিফ

ডেস্ক রিপোর্ট:
২ দিন আগে মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫
# ফাইল ফটো




প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগ প্রবাসীদের পছন্দের ইসলামী ব্যাংকগুলোকে টার্গেট করে লুট করেছে।


তিনি বুধবার (১৮ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষ্যে ওসমানী মিলনায়তনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন।


অধ্যাপক আসিফ নজরুল জানান, দুবাইয়ে আন্দোলন করে মুক্তি পাওয়া বাংলাদেশিদের

কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তিনি বলেন, "আমি যখন বিদেশ যাই, প্রবাসীরা ইসলামী ব্যাংকগুলোতে টাকা পাঠানোর কথা বলে। তারা হাড়ভাঙা পরিশ্রম করে টাকা পাঠায়। কিন্তু ফ্যাসিবাদের দোসররা ইসলামী ব্যাংকগুলো থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। এই ব্যাংকগুলোকে টার্গেট করে পঙ্গু করে দিয়েছে।"


তিনি আরও বলেন, "গত বছরের তুলনায় এবছর ২৬ শতাংশ রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। সরকার অভিবাসন ব্যয় কমানোর জন্য কাজ করছে।"


এছাড়া, দূতাবাসগুলো ঠিকভাবে কাজ করছে না উল্লেখ করে আসিফ নজরুল বলেন, "বিদেশি দূতাবাসে প্রবাসীরা হয়রানির শিকার হন, এর দায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের।"


এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, "জুলাই মাসের অভ্যুত্থানে বড় অংশীজন ছিলেন প্রবাসীরা। প্রকল্পগুলোর জন্য বিদেশি কর্মী না এনে অভিজ্ঞ ও প্রশিক্ষিত প্রবাসীদের দেশে আনার আহ্বান জানাচ্ছি। সরকার গঠনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়েও তিনি কথা বলেন।"

২ দিন আগে মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন