Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কারও অভিযান চালানোর অধিকার নেই: উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:
১৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া অভিযান চালানোর অধিকার কারও নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লে. জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।


বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে রাজধানীর পল্টনে ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।


স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মব লিঞ্চিং হচ্ছে, এটা অস্বীকার করব না। জনগণকে সচেতন হতে হবে। জনগণ

উচ্ছৃঙ্খল হলে তো চলবে না।’


দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘মব লিঞ্চিং প্রতিরোধে কাজ চলছে। আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কারও অভিযান চালানোর অধিকার নেই।’


মহাসড়কে যেসব জায়গায় ডাকাতির ঘটনা ঘটছে, সেসব স্থানে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা জোরদার করছে বলেও জানান তিনি।


এ সময় তিনি আরও বলেন, ‘রমজান ও ঈদ উপলক্ষে ডাকাতি ও ছিনতাই রোধে যথাযথ ব্যবস্থা নেয়া হচ্ছে।’


১৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন