Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, মে ১৪, ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

ইসলাম

আগামী শুক্রবার “ কুরআনের নুর” প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড

স্টাফ রিপোর্টার:
২ দিন আগে বুধবার, মে ১৪, ২০২৫
# ফাইল ফটো

কুমিল্লা নগরীতে “ কুরআনের নুর” প্রতিযোগিতার নকআউট পর্ব সমাপ্ত হয়েছে।

শুভ ডেভেলপারস (প্রা:) লি: এর কুরআনের নুর প্রতিযোগিতায় আয়োজক হিসেবে রয়েছেন সার্ভিং ক্লাব ও  এইচ এম ফাউন্ডেশন।

এ প্রতিযোগিতায় মিফতাহুল জান্নাত ইসলামী একাডেমী ও যিন নূরাইন মডেল মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আগামী শুক্রবার ফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে। ফাইনালে তিন বিভাগে সেরা ৩ জন করে ৯ জন নির্বাচিত

হবেন। বিভাগগুলো হল: ক বিভাগ (৫ প্যারা), খ বিভাগ (১০ প্যারা) ও হাফেজ বিভাগ ।

২ দিন আগে বুধবার, মে ১৪, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন