Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

জাতীয়

আগামী দুমাস দেশের ৫০ লাখ মানুষ পাবে ১৫ টাকা কেজিতে চাল

ডেস্ক রিপোর্ট:
৬ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো




খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় আগামী দুই মাসে দেশের ৫০ লাখ উপকারভোগী প্রতি কেজি ১৫ টাকায় ৩০ কেজি চাল পাবেন।


সোমবার সকালে মাদারীপুর সার্কিট হাউসে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। এ সময় মাদারীপুর জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তার, পুলিশ সুপার মো. সাইফুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


খাদ্য

উপদেষ্টা জানান, ওএমএস-এর সুবিধা বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। ইতোমধ্যেই প্রতি উপজেলায় ২ টন করে চাল সরবরাহ করা হয়েছে। খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় আগামী দুই মাসে দেশের ৫০ লাখ উপকারভোগী প্রতি কেজি ১৫ টাকায় ৩০ কেজি চাল পাবেন।


খাদ্য মন্ত্রণালয়ের দুর্নীতি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খাদ্য মন্ত্রণালয়ে কিছু অনিয়ম রয়েছে, যার বিষয়ে দুদক অনুসন্ধান চালাচ্ছে। ভবিষ্যতে এই অনুসন্ধান অব্যাহত থাকবে।


এ বছর বন্যার কারণে আমন ফসলের ক্ষতি হয়েছে উল্লেখ করে খাদ্য উপদেষ্টা বলেন, খাদ্য নিরাপত্তায় ঝুঁকি সৃষ্টি হয়েছিল, তবে সরকার সেই ঘাটতি পূরণের জন্য পদক্ষেপ গ্রহণ করছে। বিদেশ থেকে খাদ্য আমদানির ব্যবস্থা করা হয়েছে। আশা করা হচ্ছে, আগামীতে ভাল ফসল হবে এবং ইরি ধানের বাম্পার ফলন হলে আর চাল আমদানির প্রয়োজন হবে না। অন্তবর্তীকালীন সরকারের প্রথম দায়িত্ব হলো বিদেশ থেকে খাদ্য আমদানি করা এবং দেশের বিভিন্ন অঞ্চলে সেগুলি সঠিকভাবে পৌঁছানো। দেশের চালের বাজার স্থিতিশীল রাখতে আমদানি কার্যক্রম সহায়ক হবে।

৬ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন