Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

৫৮ দিন সাগরে মাছ ধরা নিষিদ্ধ

ডেস্ক রিপোর্ট:
৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




বঙ্গোপসাগরে ভোলা ও এর আশেপাশের জেলাগুলোতে আজ (১৫ এপ্রিল) থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ করেছে সরকার। গত সোমবার রাত ১২টা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। এই সময়ে জেলেদের জন্য সরকার মাথাপিছু ৭৮ কেজি চাল সহায়তা হিসেবে দেবে।


ভোলা জেলার মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান, ভোলা থেকে প্রায় ৬৫ হাজার জেলে সমুদ্রে মাছ ধরতে যান। এই ৫৮ দিন

তারা সমুদ্রে মাছ ধরা থেকে বিরত থাকবেন। এ সময়ে তাদের সহায়তার জন্য সরকার প্রতি জেলেকে ৭৮ কেজি চাল দিচ্ছে।


তিনি আরও বলেন, বাংলাদেশের সামুদ্রিক এলাকায় মাছের প্রজনন, উৎপাদন ও মৎস্য সম্পদ রক্ষার জন্য প্রতি বছর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। এবারও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


এই নিষেধাজ্ঞা চলাকালীন সমুদ্রে কোস্টগার্ড, নৌবাহিনী ও মৎস্য বিভাগের টাস্কফোর্স টহল কার্যক্রম জোরদার করবে বলে জানান তিনি।


তবে স্থানীয় জেলে নেতাদের দাবি, ভোলায় সরকারি তালিকার বাইরেও সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলেদের সংখ্যা এক লাখের বেশি। ভোলা সদর ইলিশা মৎস্য সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. বাদশা মিয়া বলেন, অনেক জেলে সরকারি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন।


অন্যদিকে, ভোলার মেঘনা নদীর পাড়ের তুলাতিলি এলাকার জেলে মহব্বত মাঝি, রুস্তম আলী ও কালিমুল্লাহ মাঝি বলেন, আগে নিষেধাজ্ঞার সময় চাল ঠিকমতো পেতেন না, তবে এবার সঠিকভাবে বরাদ্দ পাওয়ার আশা করছেন।


সরকারের এই পদক্ষেপ সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষা ও টেকসই আহরণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন