Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

৫ হাজার কোটি টাকা জামানত রেখে ২৮ হাজার কোটি টাকা ঋণ নেন সালমান

ডেস্ক রিপোর্ট:
২০ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




বাংলাদেশ সরকার বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে ভয়াবহ ঋণ কারচুপির প্রমাণ পেয়েছে। সরকারের তদন্তে জানা গেছে, এই গ্রুপের পক্ষ থেকে অস্তিত্বহীন ১৬টি শিল্পপ্রতিষ্ঠানের নামে ১২ হাজার কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে। এছাড়া টেক্সটাইল ও অ্যাপারেলস কোম্পানিগুলোর নামে মাত্র পাঁচ হাজার কোটি টাকা জামানত রেখে নেয়া হয়েছে ২৮ হাজার ৫৪৪ কোটি টাকা ঋণ। এর মধ্যে শুধু জনতা ব্যাংক থেকেই নেওয়া হয়েছে

২৩ হাজার ২৮৫ কোটি টাকা, আর সোনালী ব্যাংক থেকে ১৪২৪ কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে।


মঙ্গলবার অনুষ্ঠিত শ্রম ও ব্যবসা পরিস্থিতি পর্যালোচনাসংক্রান্ত উপদেষ্টা পরিষদের ষষ্ঠ বৈঠকে এসব তথ্য উঠে আসে। বৈঠক শেষে শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, "বেক্সিমকো গ্রুপ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির চেয়েও বড় একটি কেলেঙ্কারি করেছে।"


তিনি আরও জানান, যেসব ব্যাংক বেক্সিমকো গ্রুপকে ঋণ দিয়েছে, সেগুলোর তদন্ত করা হবে এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


এছাড়া তিনি বলেন, "সালমান এফ রহমান, যিনি বেক্সিমকো গ্রুপের কর্ণধার, মোট ৪০ হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন। ব্যাংকগুলোকে এসব ঋণের সম্পর্কিত তথ্য ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে বলা হয়েছে। এসব ঋণ মন্দ ঋণ কিনা তাও তদন্ত করা হবে।"


সালমান এফ রহমান, যিনি বর্তমান সরকারের সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বাণিজ্যবিষয়ক উপদেষ্টা, বর্তমানে বিভিন্ন মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন।


মঙ্গলবার বিকালে সচিবালয়ে নৌপরিবহণ মন্ত্রণালয়ের সভাকক্ষে উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হয়, যেখানে অর্থ, স্বরাষ্ট্র, শিল্পসহ পাঁচজন উপদেষ্টা ও সংশ্লিষ্ট সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরবর্তীতে সভার সিদ্ধান্ত সাংবাদিকদের জানান শ্রম উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন।


বৈঠক সূত্রে জানা গেছে, বেক্সিমকো গ্রুপকে ১৩টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ২৮ হাজার ৫৪৪ কোটি টাকা ঋণ দিয়েছে, যার বিপরীতে ৪ হাজার ৯৩২ কোটি টাকার সম্পদ জামানত হিসেবে রাখা হয়েছে। এর মধ্যে জনতা ব্যাংক ১ হাজার ৭ কোটি ৬৮ লাখ টাকার জামানত রেখে ২৩ হাজার ২৮৫ কোটি টাকা ঋণ দিয়েছে। সোনালী ব্যাংক ১ হাজার ১৮৭ কোটি টাকার জামানত রেখে ১ হাজার ৪২৪ কোটি টাকা ঋণ দিয়েছে। অগ্রণী ব্যাংক ৬২ কোটি ২৯ লাখ টাকা জামানত রেখে ৪২০ কোটি ৪৭ লাখ টাকা ঋণ দিয়েছে। রূপালী ব্যাংক ১ হাজার ৭৬৭ কোটি টাকা জামানত রেখে ৯৮৬ কোটি টাকা ঋণ দিয়েছে। ইউসিবি ব্যাংক কোনো জামানত ছাড়াই ৩৩৩ কোটি টাকা ঋণ দিয়েছে। এবি ব্যাংক সাত কোটি টাকা জামানত রেখে ৯৩৮ কোটি টাকা ঋণ দিয়েছে, এবং এক্সিম ব্যাংক ২০৩ কোটি টাকা জামানত রেখে ৪৯৭ কোটি টাকা ঋণ দিয়েছে। বাকি ঋণ অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে নেওয়া হয়েছে।

২০ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন