মালয়েশিয়া থেকে ২২ বাংলাদেশিসহ ৫০ বিদেশি কারাবন্দিকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি এই দলে রয়েছেন ভিয়েতনামের ৯, ইন্দোনেশিয়ার ৯, পাকিস্তানের ৬, ভারতের ২ এবং চীনের ২ নাগরিক।
সোমবার (২১ এপ্রিল) মালয়েশিয়ার জোহরবারু রাজ্যের ইমিগ্রেশন কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, এই বিদেশি নাগরিকদের কারাদণ্ড শেষ হওয়ায় দেশটির ইমিগ্রেশন আইন অনুসারে
তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। বন্দিদের কেএলআই ১, ২ এবং সেনাই আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে তাদের প্রত্যাবাসন করা হয়।মালয়েশিয়ার দণ্ডবিধি (আইন ৫৭৪), বিপজ্জনক মাদক আইন ১৯৫২ (আইন ২৩৪) এবং ইমিগ্রেশন প্রবিধান ১৯৬৩-এর অধীনে বিভিন্ন অপরাধের দায়ে সাজা ভোগের পর তাদের কালো তালিকাভুক্ত করে দেশে ফেরত পাঠানো হয়েছে।
৯ দিন আগে শুক্রবার, মে ২, ২০২৫