যুক্তরাষ্ট্রে আবারও একটি যাত্রীবাহী বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। আলাস্কা অঙ্গরাজ্যে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১০ জন যাত্রী সবাই নিহত হয়েছেন।
মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি ছিল মার্কিন বিমান পরিষেবা সংস্থা বেরিং এয়ারের একটি সেসনা ক্যাটাগরির বিমান। এই ক্যাটাগরির বিমানগুলো সাধারণত ছোট আকারের হয়ে থাকে।
বেরিং এয়ারের
অপারেশন্স বিভাগের পরিচালক ডেভিড ওলসেন জানান, গত ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টা ৩৭ মিনিটে আলাস্কার পশ্চিমাঞ্চলে উনালাকলিট থেকে নরটন সাউন্ড এলাকার উদ্দেশে রওয়ানা হয়েছিল বিমানটি। উনালাকলিট থেকে নরটন সাউন্ডের দূরত্ব ১৪০ মাইল। যাত্রা শুরুর মাত্র ৪৫ মিনিটের মধ্যেই বিমানটি থেকে রাডারে সংকেত পাঠানো বন্ধ হয়ে যায়।এর আগে গত ২৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাকহক হেলিকপ্টারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একটি যাত্রীবাহী বাণিজ্যিক বিমান টুকরো টুকরো হয়ে পোটোম্যাক নদীতে ডুবে গিয়েছিল। ওই ঘটনায় বিমানটির চালক এবং ৬৮ জন যাত্রী সবাই নিহত হয়েছিলেন।
১০ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫