রাজধানীর ২০টি স্থানে কৃষি পণ্যের ওপেন মার্কেট সেল (ওএমএস) কার্যক্রম চলছে। কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর বিভিন্ন স্থানে স্বল্পমূল্যে ৬ থেকে ১০ ধরনের এসব কৃষিপণ্য বিক্রি হচ্ছে। বাজারের তুলনায় কম দাম হওয়ায় এসব স্থানে ক্রেতাদের আগ্রহও বৃদ্ধি পেয়েছে।
সরেজমিনে দেখা গেছে, রাজধানীর খাদ্য ভবনের সামনে এসব পণ্য কিনতে অনেকেই ভিড় জমাচ্ছেন। সেখানে প্রতি কেজি আলু ও পটল
৩০ টাকা, এক ডজন ডিম ১৩০ টাকা, পেঁপে ২০ টাকা কেজি এবং ৬০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে।প্যাকেজ হিসেবে সরবরাহ করা হচ্ছে এসব পণ্য। প্যাকেজের মূল্য ৪০০ থেকে ৬০০ টাকা। বাজারে সবজির অস্বাভাবিক দাম হওয়ার কারণে সকাল থেকেই ক্রেতাদের চাপ দেখা যাচ্ছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিনই রাজধানীর বিভিন্ন স্থানে স্বল্পমূল্যে এসব কৃষিপণ্য বিক্রির কার্যক্রম চলমান থাকবে। আরও কিছু পয়েন্টে বিক্রির আওতা বৃদ্ধি করার সম্ভাবনাও রয়েছে।
এর আগে, এসব পণ্য বিক্রির এই উদ্যোগ গ্রহণ করে কৃষি বিপণন অধিদফতর। তারা জানিয়েছে, সরাসরি কৃষকের কাছ থেকে কিনে রাজধানীর নির্দিষ্ট স্থানগুলোতে সুলভ মূল্যে এই সবজিগুলো বিক্রি করা হবে।
এই কর্মসূচির আওতায় একজন গ্রাহক ৩০ টাকায় এক কেজি আলু (জনপ্রতি সর্বাধিক ৫ কেজি), ১৩০ টাকায় এক ডজন ডিম, ৭০ টাকায় এক কেজি পেঁয়াজ, ২০ টাকায় এক কেজি কাঁচা পেঁপে এবং পাঁচ কেজি বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি প্যাকেজ আকারে কিনতে পারবেন।
কৃষি ও খাদ্য মন্ত্রণালয় সূত্র জানায়, প্রাথমিকভাবে রাজধানীর ২০টি স্থানে ট্রাক সেলের (ট্রাকে করে বিক্রি) মাধ্যমে এসব কৃষিপণ্য বিতরণ করা হবে। স্থানগুলো হলো সচিবালয় এলাকার খাদ্য ভবন, মানিক মিয়া অ্যাভিনিউ, মিরপুর-১০, বাসাবো, বছিলা, রায়ের বাজার, রাজাবাগ, মুগদা উত্তর, মুগদা দক্ষিণ, পলাশী মোড়, হাজারীবাগ, মোহাম্মদপুর, গাবতলী, মহাখালী বাসস্ট্যান্ড, বেগুনবাড়ী, উত্তর খান, দক্ষিণ খান, কামরাঙ্গীরচর, রামপুরা এবং জিগাতলা।
৫ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫