৭ জানুয়ারি ভোটের দিন ও তার আগের দিন ৬ জানুয়ারি হরতাল ডেকেছে বিএনপি। এ দুদিন হরতালসহ ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
বৃহস্পতিবার বিকালে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে দেশবাসীকে ভোট বর্জনের আহ্বান জানিয়ে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ৬ জানুয়ারি শনিবার ভোর ৬টা থেকে ৮ জানুয়ারি সোমবার ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার হরতাল পালন করবে
কর্মসূচি নিয়ে গত কয়েকদিন ধরে স্থায়ী কমিটিসহ সিনিয়র ও জেলা নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছে বিএনপি হাইকমান্ড।
গত ২৮ অক্টোবর পুলিশের সঙ্গে সংঘাতে নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার পর ২৯ অক্টোবর থেকে চার দফা হরতাল এবং ১৩ দফায় অবরোধ পালন করেছে বিএনপি। সর্বশেষ গত ১ জানুয়ারি ভোট বর্জন এবং অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে দুদিনের লিফলেট বিতরণ কর্মসূচির ঘোষণা করে।
১৬ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫