Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সারাদেশ

ট্রাকচাপায় কলেজছাত্রী নিহত

ডেস্ক রিপোর্ট:
৬ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো

নরসিংদীর শিবপুরে সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্রী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ সোমবার দুপুর দেড়টায় ঢাকা-সিলেট মহাসড়কের সৃষ্টিঘর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম সানজিদা আক্তার মালা (১৮)। তিনি জয়নগর ইউনিয়নের নৌকাঘাটা গ্রামের বাসিন্দা। সানজিদা আক্তার মালা এ বছর শিবপুর শহীদ আসাদ কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাশ করেছেন।


স্থানীয় প্রত্যক্ষদর্শীরা

জানান, নিহত সানজিদা আক্তার মালা তার বাবার মোটরসাইকেলে করে কম্পিউটার ক্লাস করতে যাচ্ছিলেন। পথে সৃষ্টিঘর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের পিছনে বসা সানজিদা ছিটকে পড়ে যান। এ সময় পিছন থেকে আসা একটি ট্রাক সানজিদার মাথায় চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্বজনরা এসে মরদেহ বাড়িতে নিয়ে যায়।


ইটাখোলা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হায়দার তালুকদার বলেন, সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

৬ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন