Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

লিড নিউজ

তারেক রহমান ভোটার হননি, তবে আবেদন সাপেক্ষে দিতে পারবেন ভোট: ইসি সচিব

ডেস্ক রিপোর্ট:
১২ দিন আগে রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫
# ফাইল ফটো



নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো দেশের ভোটার নন। তবে তিনি চাইলে আবেদন করতে পারেন এবং কমিশন অনুমোদন দিলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের পাশাপাশি প্রার্থীও হতে পারবেন।


সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ইসি

সচিব।


তারেক রহমানের ভোটার হওয়ার বিষয়ে জানতে চাইলে আখতার আহমেদ বলেন, ‘আমার জানা মতে তিনি এখনো ভোটার নন।’ এরপর সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করেন, এ অবস্থায় তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন কি না। উত্তরে সচিব বলেন, ‘পারবেন— যদি কমিশন সিদ্ধান্ত দেয়।’


কমিশন কোন আইনের ভিত্তিতে এমন সিদ্ধান্ত নেবে— এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘আইনে এ বিষয়ে নির্দেশনা আছে।’ তবে কোন আইনে তা উল্লেখ আছে জানতে চাইলে তিনি বলেন, ‘আপনারা ভোটার তালিকা নিবন্ধন আইনটা দেখলে পাবেন, আমার মুখস্থ নেই।’

১২ দিন আগে রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন