পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বর্তমান সরকার সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়া ফেরাতে চায়। রোববার (১৭ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
এদিন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন যুক্তরাজ্যের প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। প্রায় এক ঘণ্টার বৈঠকে বাংলাদেশে গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে বলে
জানিয়েছেন মো. তৌহিদ হোসেন।পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আগামী নির্বাচনের প্রস্তুতি এবং গণতান্ত্রিক পুনরুদ্ধার প্রক্রিয়া সম্পর্কে যুক্তরাজ্য জানতে চেয়েছে। তবে আওয়ামী লীগকে ফিরিয়ে আনা নিয়ে কোনো আলোচনা হয়নি। বৈঠকে বৈধ অভিবাসন বিষয়েও আলোচনা হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ড. ইউনূস একটি রূপরেখা ঘোষণা করবেন এবং রাজনীতিতে সব দলের জন্য সমতল মাঠ (লেভেল প্লেয়িং ফিল্ড) প্রত্যাশা করে যুক্তরাজ্য।
৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫