বিএনপি সিটি নির্বাচনে অংশ নিচ্ছে না বলে আবারও জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
শনিবার (২৯ এপ্রিল) সকালে দলের প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, সিটি নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান
বিএনপি মহাসচিব বলেন, সরকার নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে কারচুপি করেছে। জনগণ জেনে গেছে তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই জনগণকে বিভ্রান্ত করতে নির্বাচন নিয়ে নানা কথা বলছে।
তিনি দাবি করেন হারানো ভাবমূর্তি উদ্ধারে বিদেশ সফর করছেন সরকার প্রধান।
২৬ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫