Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

আইন ও আদালত

সন্তানদের ফিরে পেতে নিম্ন আদালতে লড়বেন মার্কিন নাগরিক

ডেস্ক রিপোর্ট:
৮ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো

দুই সন্তানের জিম্মা নিয়ে মার্কিন বাবা গ্যারিসন লুটেল ও বাংলাদেশি মা ফারহানা করিমের মামলা ৬ মাসের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ঢাকার পারিবারিক আদালতকে এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।


একইসঙ্গে আমেরিকান বাবা গ্যারিসন লুটেল সপ্তাহে দুইদিন তার দুই সন্তানকে দেখতে যেতে পারবেন বলে আদেশে বলা হয়েছে। বাবা-মায়ের সুবিধাজনক স্থানে দেখার স্থান

নির্ধারণ করতে বলা হয়েছে।


সোমবার (১২ ফেব্রুয়ারি) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।


পরে মার্কিন নাগরিক গ্যারিসন লুটেল বলেন, বাংলাদেশের আদালতে আইনি লড়াই করে আমি স্ত্রীসহ সন্তানদের আমেরিকা নিয়ে যেতে চাই।

৮ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন