জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৬টায় সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণের পর প্রধান উপদেষ্টা মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে
দাঁড়িয়ে থাকেন। এ সময় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি চৌকস প্রতিনিধি দল রাষ্ট্রীয় পরম্পরা অনুযায়ী তাঁকে সালাম জানান।শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা ভিজিটরস বুক বা স্মারক বইতে স্বাক্ষর করেন।
২৪ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫