জনগণের স্বার্থে খুব শিগগিরই ভোক্তা অধিকার আইনকে আরও শক্তিশালী করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শনিবার (২৬ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) আয়োজিত জাতীয় ভোক্তা সম্মেলনে তিনি এ কথা বলেন। আসিফ মাহমুদ জানান, শিগগিরই ভোক্তা অধিকার আইনকে আরও শক্তিশালী
করা হবে এবং তা বাস্তবায়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে।তিনি বলেন, বাংলাদেশে কৃষি বাজারের পরিধি অনেক বড়, যা জিডিপির প্রায় ১৫ শতাংশ। এটি ব্যবসার জন্য একটি ভালো সুযোগ। যারা এই খাতে কাজ করতে আগ্রহী, তারা নিজেদের উন্নতির পাশাপাশি জনকল্যাণেও অবদান রাখতে পারবে।
তিনি আরও বলেন, তরুণদের প্রতি আহ্বান থাকবে যাতে তারা কৃষি খাতে এগিয়ে আসে। সরকারের পক্ষ থেকে তাদের জন্য সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা হবে, আর কোনো বাধা এলে সরকার তা মোকাবিলা করবে।
২৫ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫