Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও দেশ গড়ার স্বপ্ন ধারণ করেই অন্তর্বর্তী সরকার: প্রেস সচিব

ডেস্ক রিপোর্ট:
৬ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো



প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও দেশ গড়ার স্বপ্ন ধারণ করেই অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নের কথা উল্লেখ করে তিনি বলেন, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস যেভাবে এই প্রত্যয়ে এগিয়ে যাচ্ছেন, তা শহীদ বুদ্ধিজীবীদের সেই অমূল্য স্বপ্নের ধারাবাহিকতা।


শনিবার (১৪ ডিসেম্বর) মিরপুরে শহীদ বুদ্ধিজীবী

স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।


শফিকুল আলম আরও বলেন, ৭১ সালের পাক হানাদার বাহিনীর নির্যাতনের পুনরাবৃত্তি ২৪ সালে করেছে আওয়ামী লীগ। ৭১-এ যেভাবে পাক বাহিনী মানুষের উপর নির্যাতন চালিয়েছিল, ২৪ সালে একই ধরনের ঘটনা ঘটেছে।


এছাড়া শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, বুদ্ধিজীবীদের আত্মত্যাগের ধারাবাহিকতায় ২৪ সালের গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে। দেশ গড়ার দ্বিতীয় সুযোগ হাতছাড়া করা যাবে না।


আইন উপদেষ্টা বলেন, মুক্তিযোদ্ধারা দেশপ্রেম নিয়ে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। সেই ধারাবাহিকতায় জুলাইয়ের গণঅভ্যুত্থান ঘটে। এই গণঅভ্যুত্থানে আমরা দেখেছি, ছাত্ররা জীবনকে ত্যাগ করে গণতন্ত্র, মানুষের অধিকার এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে। আজ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এসে তাদের কথা স্মরণ করছি।


তিনি আরও বলেন, ১৯৭১ সালে শহীদদের আত্মত্যাগের পর আমরা এক স্বপ্নের বাংলাদেশ গড়তে পারিনি, কারণ কিছু মানসিকতা এবং একটি দলের ব্যর্থতার কারণে। তিনি সতর্ক করেন, যেন সেই ব্যর্থতার পুনরাবৃত্তি না হয়।

৬ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন