Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

সেন্টমার্টিন দ্বীপে বিকল্প পথে যাবে পর্যটকবাহী জাহাজ: নৌপরিবহণ উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:
২৯ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




নৌপরিবহণ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, আরাকানে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে নাফ নদী হয়ে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তাই সেন্টমার্টিন দ্বীপে বিকল্প পথে জাহাজ চলাচল করতে হবে।


সোমবার (২১ অক্টোবর) বিকেলে মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর প্রকল্প এলাকা পরিদর্শন শেষে কক্সবাজারে

আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, "আরাকান অঞ্চলে এখনো যুদ্ধ চলছে। ফলে নাফ নদীর পরিস্থিতি এখনো ঝুঁকিপূর্ণ। তবে আগামী বছরের মধ্যে আরাকানের পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে আশা করছি।"


এম সাখাওয়াত হোসেন আরও জানান, মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দরের প্রথম ধাপের কাজ শেষ হয়েছে এবং দ্বিতীয় ধাপের কাজ শুরু হতে যাচ্ছে। ২০২৯ সালের মধ্যে মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর বাণিজ্যিকভাবে চালু করা সম্ভব হবে।


তিনি আরও উল্লেখ করেন, জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) গভীর সমুদ্র বন্দর প্রকল্পে অর্থায়ন করছে এবং তারা এই প্রকল্পে অত্যন্ত আন্তরিকভাবে কাজ করছে। এছাড়াও, দেশে বর্তমানে ৭টি লাইটহাউজ নির্মাণ কাজ চলছে, যা প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এর মাধ্যমে সমুদ্রগামী জাহাজ চলাচলে সুবিধা হবে।


এর আগে তিনি মহেশখালী উপজেলার মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর প্রকল্প এলাকা পরিদর্শন করেন এবং সেখানে চট্টগ্রাম বন্দর ও কোল পাওয়ার কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

২৯ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন