ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা জানিয়েছেন, বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয় নিয়ে কোনো সুনির্দিষ্ট আলোচনা হয়নি।
রবিবার (২০ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ভার্মা জানান, এটি ছিল একটি নিয়মিত বৈঠক, যা বাংলাদেশ
ও ভারতের সম্পর্ক নিয়ে আলোচনার ধারাবাহিক অংশ। বৈঠকে দুই দেশের নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ক আলোচনা হয়েছে। তিনি বলেন, "আমাদের ইতিবাচক সম্পর্ক রয়েছে এবং আমরা বিশ্বাস করি এই সম্পর্ক দুই দেশের জনগণের কল্যাণে ভূমিকা রাখবে। বাংলাদেশ-ভারত উভয় দেশের ওপর নির্ভরশীল, এবং আমাদের পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্ক আরও এগিয়ে নেওয়া প্রয়োজন।"শেখ হাসিনা ইস্যুতে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে ভারতীয় হাইকমিশনার জানান, এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট আলোচনা হয়নি। তিনি আরও বলেন, "আমরা মূলত আলোচনা করেছি কীভাবে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং কীভাবে আমাদের সহযোগিতার কাজগুলো আরও উন্নত করা যায়।"
১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫