Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

‘শেখ হাসিনা রাইফেল দিয়ে ইতিহাস পরিবর্তন করতে চেয়েছিলেন’

ডেস্ক রিপোর্ট:
২৬ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই অভ্যুত্থানে পালিয়ে গিয়ে ভারতে অবস্থানকারী শেখ হাসিনা জোরপূর্বক, আদালতের রায় ও রাইফেলের মাধ্যমে ইতিহাস পরিবর্তনের চেষ্টা করেছিলেন, কিন্তু তা সম্ভব হয়নি।


সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।


রিজভী বলেন, "আওয়ামী

লীগ লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে ব্যক্তিগত সম্পদ হিসেবে ব্যবহার করেছে। স্বাধীনতার পর থেকেই তারা লুটপাট, দুর্নীতি ও স্বৈরাচারী শাসন চালু করেছে, যা জনগণের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। জিয়াউর রহমানের আমলে মানুষ নিরাপদে ঘরে ঘুমাতে পারত।"


তিনি আরও বলেন, "শেখ হাসিনা জবরদস্তিমূলক পদ্ধতিতে ইতিহাস বদলাতে চেয়েছেন, কিন্তু তা সম্ভব হয়নি। ছাত্ররা সঠিক ইতিহাস জেনে জুলাইয়ের অভ্যুত্থানে অংশ নিয়েছিল। স্বৈরাচার কখনও টিকতে পারে না। দূরে থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করে গেছেন নেতৃত্বের মাধ্যমে।


সরকারের অর্থনৈতিক নীতির সমালোচনা করে রিজভী বলেন, "কিছু পণ্যের দাম কমলেও চাল, ডাল ও মুরগির দাম অসহনীয় হারে বেড়েছে। সরকারের উচিত নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ নেওয়া।"

২৬ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন