Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

সামাজিক সুরক্ষাখাতে বড় বাধা দুর্নীতি: উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:
১৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




সামাজিক সুরক্ষা খাতে দুর্নীতি একটি বড় বাধা বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ। তিনি বলেন, ‘শুধু অর্থ বরাদ্দ দিলেই সামাজিক নিরাপত্তা কর্মসূচি সফল হবে না। এই খাতে দুর্নীতি একটি বড় সমস্যা, তাই শক্তিশালী তদারকি প্রয়োজন।’


মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর একটি হোটেলে বিশ্বব্যাংক আয়োজিত ‘বাংলাদেশে সামাজিক সুরক্ষার ভবিষ্যৎ’ শীর্ষক

কর্মশালায় তিনি এসব কথা বলেন।


উপদেষ্টা আরও বলেন, ‘সামাজিক সুরক্ষা খাতে দারিদ্র্য দূর করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই সামাজিক সুরক্ষা প্রকল্পগুলো শুধু সহায়তা নির্ভর না হয়ে কর্মমুখী হওয়া উচিত। সামান্য অর্থ সহায়তায় তাদের প্রকৃত কল্যাণ হয় না। এতে দারিদ্র্য বিমোচন সম্ভব নয়।’


দুর্নীতি, অনিয়ম ও জবাবদিহিতা নিশ্চিত করতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জন্য একটি ড্যাশবোর্ড তৈরি করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘সমাজকল্যাণ মন্ত্রণালয় সামাজিক সুরক্ষা খাত নিয়ে কাজ করছে। তবে ভাতাপ্রাপ্তদের তালিকায় পরিবর্তন দরকার। এই খাতে উপকারভোগীদের তালিকায় দুর্নীতি রয়েছে। ড্যাশবোর্ড তৈরি হলে সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলোর কার্যক্রম জোরালো নজরদারির মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।’

১৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন