Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জামিনে মুক্ত

ডেস্ক রিপোর্ট:
১২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম এ মান্নান জামিন পেয়েছেন। আজ বুধবার দুপুরে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হেমায়েত উদ্দিন তার জামিন মঞ্জুর করেন।


আসামিপক্ষের আইনজীবী আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অসুস্থতা ও বয়স বিবেচনায় আদালত এম এ মান্নানের জামিন দিয়েছেন। আমরা আদালতের রায়ে সন্তুষ্ট।’


উল্লেখ্য, বৈষম্যবিরোধী

ছাত্র আন্দোলনে আহত এক শিক্ষার্থীর ভাই হাফিজ আলী বাদী হয়ে ৯৯ জনকে আসামি করে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতে মামলা দায়ের করেন। সেই মামলায় গত ২০ সেপ্টেম্বর রাত ১০টার দিকে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে পুলিশ এম এ মান্নানকে গ্রেপ্তার করে। তার গ্রেপ্তারের পর সুনামগঞ্জ-৩ সংসদীয় এলাকার বিভিন্ন স্থানে তার মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

১২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন