Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২

লিড নিউজ

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন শুনানি আগামী অক্টোবরে

ডেস্ক রিপোর্ট:
২০ দিন আগে রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫
# ফাইল ফটো



জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের দায়ের করা মামলা বাতিল ও জামিন আবেদন শুনানি পিছিয়ে আগামী অক্টোবর মাসে অনুষ্ঠিত হবে।


আজ রোববার (১৭ আগস্ট) সকালে বিচারপতি মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চে খায়রুল হকের আইনজীবী সময় চান। 


এ সময় অ্যাটর্নি

জেনারেল বলেন, ‘আবেদনকারী সময় চাইলে তাদের সমস্যা নেই, তবে শুনানির তারিখ একটু দূরে হলে ভালো হয়।’ পরে আদালত শুনানির দিন অক্টোবর নির্ধারণ করেন।


এর আগে গত ৭ আগস্ট খায়রুল হক জামিন ও মামলা বাতিলের আবেদন করেন। ১১ আগস্ট এটি হাইকোর্টের ১৮ নম্বর ক্রমিকে ওঠে। ওইদিন শুনানির সময় রাষ্ট্রপক্ষ সময় চাইলে উভয় পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে বলে উপস্থিত আইনজীবীরা জানিয়েছেন। সে কারণে আজ সবার নজর ছিল জামিন শুনানিতে কি হয়। 


গত ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে যাত্রাবাড়ী হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।


এ মামলার বাইরে সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে- তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত রায় জালিয়াতির অভিযোগে ২৭ আগস্ট শাহবাগ থানায় করা মামলা, নারায়ণগঞ্জ ফতুল্লায় জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপি নেতা আব্দুল বারী ভূঁইয়ার দায়ের করা মামলা ও দুদকের করা প্লট দুর্নীতির মামলা।


প্রসঙ্গত, ২০১০ সালের ২৭ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান খায়রুল হক। একই বছরের ৩০ সেপ্টেম্বর থেকে দায়িত্ব পালন শুরু করে ২০১১ সালের ১৭ মে অবসরে যান। এরপর তিনি তিন দফা আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২০ দিন আগে রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন