Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, জুলাই ২৩, ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

লিড নিউজ

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ৮ দিনের রিমান্ডে

ডেস্ক রিপোর্ট:
৬ দিন আগে বুধবার, জুলাই ২৩, ২০২৫
# ফাইল ফটো



আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে আট দিনের রিমান্ডে নিয়েছেন আদালত। রাজধানীর নিউমার্কেট থানায় করা একটি হত্যা মামলায় মঙ্গলবার এই রিমান্ড মঞ্জুর করা হয়।


এর আগে, পুলিশের পক্ষ থেকে তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।


সোমবার রাতে রাজধানীর উত্তরা-১২

নম্বর সেক্টর থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করীম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ১১টার দিকে উত্তরার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় এবং পরে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।


দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রাথমিক তদন্তে উঠে এসেছে, কামরুল ইসলাম খাদ্যমন্ত্রী থাকাকালীন ব্রাজিল থেকে নিম্নমানের গম আমদানি করে সরকারি অর্থের বড় অঙ্ক আত্মসাৎ করেন। তার নামে এবং তার পরিবারের সদস্যদের নামে রাজধানীতে বাড়ি, ফ্ল্যাট, জমি, দুটি বিলাসবহুল গাড়ি এবং দেশ-বিদেশে বিপুল সম্পদের সন্ধান পাওয়া গেছে।


এছাড়া, তিনি আইন প্রতিমন্ত্রী থাকাকালীন নিম্ন আদালতে কর্মচারী নিয়োগে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কয়েক কোটি টাকার ঘুষ গ্রহণ করেন বলে অভিযোগ রয়েছে।


উল্লেখ্য, গত ৫ আগস্ট গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে অনেক সাবেক মন্ত্রী-এমপি বিভিন্ন মামলায় গ্রেফতার হয়েছেন। তাদের তালিকায় সর্বশেষ যুক্ত হলেন কামরুল ইসলাম।


কামরুল ইসলাম বর্তমানে আওয়ামী লীগের ঢাকা মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ২০০৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। ২০১৪ সালের নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন এবং খাদ্যমন্ত্রীর দায়িত্ব পান।

৬ দিন আগে বুধবার, জুলাই ২৩, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন